Home / আন্তর্জাতিক / খেতে বসে ডাল বেশি চাওয়ায় শিশুর মুখে ঢালা হলো ফুটন্ত ডাল

খেতে বসে ডাল বেশি চাওয়ায় শিশুর মুখে ঢালা হলো ফুটন্ত ডাল

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : মিড ডে মিল খেতে বসে একটু বেশি ডাল চাওয়ার ‘অপরাধে’ প্রথম শ্রেণির ছাত্রের মুখে এবং শরীরের ফুটন্ত ডাল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের মধ্যপ্রদেশের দিনদরি এলাকায়। আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ওই প্রাথমিক স্কুলের মিড ডে মিল কর্মীর নাম নিমবতী বাই।

মধ্যপ্রদেশের ভোপাল থেকে দিনদরির দূরত্ব ৪৮০ কিলোমিটার। দিনদরি এলাকার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র প্রিন্স মেহরা। ২৩ জানুয়ারি অন্যান্য পড়ুয়াদের সঙ্গে স্কুলে মিড ডে মিল খেতে বসে ছোট্ট প্রিন্স। খাওয়ার সময় ক্ষুধার্ত শিশুটি দ্বিতীয়বার ডাল চায়। আর এতেই চরম রেগে যান মিড ডে মিল কর্মী নিমবতী বাই। এরপর আগুন গরম ডাল ঢেলে দেন শিশুটির মুখে ও শরীরে।

জানা গেছে, তার মুখ, বুক এবং পিঠের একাংশ রীতিমতো পুড়ে গেছে। প্রিন্সের ঠাকুমা ভগবতী বাই মেহরা জানিয়েছেন, “মিড ডে মিল কর্মী সচেতনভাবেই এ কাজ করেছেন”। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, পুলিশ ঘটনার কথা জানতে পারে ২৪ জানুয়ারি।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 55
    Shares