Home / দুর্ঘটনা-সংঘর্ষ / গাছের সঙ্গে বাসের ধাক্কায় হাত হারালেন কাস্টমস সিপাই

গাছের সঙ্গে বাসের ধাক্কায় হাত হারালেন কাস্টমস সিপাই

ক্রাইম প্রতিদিন, বগুড়া : বগুড়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাস মহাসড়কের পাশে গাছে ধাক্কা দিলে আনিসুর রহমান (৩৫) নামে কাস্টমসের এক সিপাইয়ের ডান হাত ছিঁড়ে গেছে।

বৃহস্পতিবার বিকালে নন্দীগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় আহত আছির উদ্দিন (৫০) নামে একজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির সার্জেন্ট আজিজুল হক ও ছিলিমপুর ফাঁড়ির এসআই আজিজ মণ্ডল জানান, রাজশাহী ছেড়ে আসা রংপুরগামী আগমণী পরিবহণের একটি বাস বৃহস্পতিবার বিকালে বগুড়ার নন্দীগ্রামের কালিকাপুর এলাকায় মহাসড়কে পৌঁছে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়।

এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রী পঞ্চগড় সদরের কামাতপাড়ার আজিজার রহমানের ছেলে কাস্টমসের সিপাই আনিসুর রহমান ও রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়াচাঁনপাড়ার এমাজ উদ্দিনের ছেলে আছির উদ্দিন (৫০) গুরুতর আহত হন। এদের মধ্যে আনিসুর রহমানের ডান হাত ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পুলিশ ও স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আনিসুর রহমানের ভাই আমিরুল ইসলাম বগুড়ার দিকে রওনা দেন। তিনি ফোনে জানান, তার ভাই পঞ্চগড়ের বাংলাবান্দায় কাস্টমসে সিপাই পদে চাকরি করেন। গত বুধবার অফিসের কাজে রাজশাহী গিয়েছিলেন।

বৃহস্পতিবার অফিসে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। তার স্ত্রী ও ১৪ মাস বয়সী একটি ছেলে রয়েছে।
আহত আনিসুর রহমান জানান, চালক বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। গাছের সঙ্গে ধাক্কা লাগার পর তিনি আর কিছু বলতে পারেন না।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 26
    Shares