Home / দুর্ঘটনা-সংঘর্ষ / গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

ক্রাইম প্রতিদিন, হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৩ জন ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ শ্রমিক। আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের পাথালিয়া নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, বরিশাল আগৈলঝাড়া থেকে কিছু শ্রমিক ধান কাটা শেষ করে ট্রাক বোঝাই ধান নিয়ে নিজেদের বাড়ি খুলনার বৈঠাঘাটা ফিরছিলেন। পথিমধ্যে গোপালগঞ্জের পাথালিয়া নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে ট্রাক উল্টে যায়। এতে ঘটনাস্থলে বৈঠাঘাটা উপজেলার বিরাট তালবুনিয়া গ্রামের মজনুর রহমান শেখের ছেলে মাইনুল ইসলাম (৩৮) এবং নোয়ালতলা গ্রামের ইউনুছ শেখের ছেলে মাহমুদুল হাসান ময়না (৪২) নিহত হন। এর্দূঘটনায় আহত ১৬ শ্রমিককে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিরাট তালবুনিয়া গ্রামের মৃত. ইউসুফ আলীর ছেলে কামরুল ইসলাম (৪২) নামে আর এক শ্রমিকের মৃত্যূ হয়। আহত সাজ্জাদ (২৫), কলিম (৩০) শরিফুল (৫৫), বাবুল (৫০) ,রোদো (৪০) ও কামরুলসহ (৫০) ১৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্টি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সকলের বাড়ি খুলনার বৈঠাঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 16
    Shares