Home / লিড নিউজ / গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সা. সম্পাদক আটক

গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সা. সম্পাদক আটক

ক্রাইম প্রতিদিন, গোপালগঞ্জ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ ও স্টিকার লাগানোর অভিযোগে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনোকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের মোহাম্মদপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম ফারুক জানান, বিএনপি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ও সাধারণ সম্পাদক এম. মুনসুর আলীসহ কয়েকজন নেতা জেলা শহরের বিভিন্ন স্পটে লিফলেট বিতরণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্টিকার লাগাচ্ছিলেন।

পুলিশ খবর পেয়ে শহরের মোহাম্মদপাড়া এলাকা থেকে জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনোকে আটক করে। পরে পুলিশের ভয়ে নেতা-কর্মীরা সটকে পড়েন এবং গা-ঢাকা দেন।

তাদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 24
    Shares