Home / সারাদেশ / ঘুষের টাকাসহ জেলা পরিষদের কর্মচারী আটক

ঘুষের টাকাসহ জেলা পরিষদের কর্মচারী আটক

ক্রাইম প্রতিদিন হেলাল উদ্দীন সাতক্ষীরা : সাতক্ষীরায় ঘুষের এক লাখ টাকাসহ জেলা পরিষদের ষাঁট লিপিকার এ কে এম শাহীদুজ্জামানকে আটক করেছে দুদক। মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা পরিষদের অফিস কক্ষ হতে ঘুষের এক লাখ টাকাসহ দুদক তাকে আটক করে।

দুদকের পরিচালক ড. আবুল হাচান জানান, সাতক্ষীরা জেলা পরিষদের প্রকল্প ছাড়করণেঘুষ লেনদেনের অভিযোগ দীর্ঘদিনের। গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি টিম আজ (মঙ্গলবার) সকাল থেকে জেলা পরিষদ কার্যালয়ে অবস্থান করতে থাকে। একটি মাধ্যামিক বিদ্যালয়ের জেলা পরিষদ প্রদত্ত অনুদান ছাড় করনে জনৈক শিক্ষক এক লাখ টাকা জেলা পরিষদের ষাঁট লিপিকার শাহীদুজ্জামানকে দেওয়া মাত্র দুদক টিম তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে সদর থানায় সোপার্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে