Home / বাংলাদেশ / সারাদেশ / চর্চা সাহিত্য আড্ডার গুনীজন পদক প্রাপ্তের নাম ঘোষণা

চর্চা সাহিত্য আড্ডার গুনীজন পদক প্রাপ্তের নাম ঘোষণা

ক্রাইম প্রতিদিন, হুমায়ুন কবীর, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ার “চর্চা সাহিত্য আড্ডার গুনীজন পদক” ২০১৭ ইং ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ মে) দুপুরে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গুনীজন সম্মাননার প্রাপ্তর নাম ঘোষণা করা হয়। লোকসাহিত্যে (বাউল) বিশেষ অবদান রাখায় বাউল ইসলাম উদ্দিনকে চর্চা সাহিত্য আড্ডা গুনীজন পদক দেয়া হচ্ছে। সংগঠনের উপদেষ্টা সাহিত্যিক হাবীব আল আজাদের সভাপতিত্বে এবং সমন্বয়ক রহমান জীবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য ২০১৬ ইং সন হতে চর্চা সাহিত্য আড্ডা পদক চালু করে এই সংগঠনটি। পুরষ্কার হিসেবে পাচ্ছেন নগদ ৫ হাজার টাকা, ক্র্যাষ্ট, সনদপত্র ও উত্তরীও। আগামী ১৫ নভেম্বর ২০১৮ বাউল ইসলাম উদ্দিনের হাতে আনুষ্ঠানিক ভাবে এ পদক তুলে দেয়া হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান।

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 15
    Shares