Home / সারাদেশ / চাঁদপুরে আড়াই লাখ টাকার জাটকা জব্দ

চাঁদপুরে আড়াই লাখ টাকার জাটকা জব্দ

ক্রাইম প্রতিদিন, চাঁদপুর : চাঁদপুর মেঘনা মোহনায় এম ভি আওলাদ-৭ ও এম ভি তাসরিফ-১ দুটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যে ১ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী স্টেশান চাঁদপুরের একটি অপারেশান দল শুক্রবার রাত ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করে।

জানা যায়, সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার লে এম এনায়েত উল্লাহ, (পিএন্ডআরটি), বিএন এর নেতৃত্বে টিম লিডার এম মোকারম হোসেন, পিওসহ এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী স্টেশান চাঁদপুরের স্টেশান কমান্ডার লে. এম এনায়েত উল্লাহ বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী মৎস্য সম্পদ রক্ষার নিমিত্তে অবৈধ কারেন্ট জালের ব্যবহার প্রতিরোধ, মা ইলিশ ও অভায়াশ্রমের সুরক্ষা এবং জাটকা আহরণ বন্ধের অভিযান অব্যাহত রাখবে।

এ সময় জব্দকৃত জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদরাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 3
    Shares