Home / এক্সক্লুসিভ / চাঁপাইনবাবগঞ্জে অদ্ভুত শিশুর জন্ম!

চাঁপাইনবাবগঞ্জে অদ্ভুত শিশুর জন্ম!

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অদ্ভুত মানব সন্তান প্রসব নিয়ে ব্যাপক চাঞ্চলকর সৃষ্টি হয়েছে। জানা গেছে উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের নামোজগনাৎপুর ফিল্ডের বাজার এলাকার কবির হোসেনের স্ত্রী বেহুলা খাতুনের গর্ভেধারণ করে শিশুটি।

মঙ্গলবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অদ্ভুত শিশু সন্তানটি ভূমিষ্ট হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশু সন্তানটি দেহের আকৃতি সঠিক আছে কিন্তু মাথার অংশের মুখ ও নাক ছাড়া বাকী অংশ রক্ত সম্বলিত থোলের মত মাথার পিছনে ঝুলছে।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শুকতারা খাতুন জানান, এরকম বিকৃত শিশু সন্তান এর আগে কখনো দেখিনি। এ প্রথম দেখলাম। এটা সম্পূর্ণ আল্লাহ্ প্রদত্ত।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 13
    Shares