Home / লিড নিউজ / চাঁপাইনবাবগঞ্জে ৮টি ককটেলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে ৮টি ককটেলসহ গ্রেপ্তার ২

ক্রাইম প্রতিদিন, শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার রাত ১০ টার দিকে ৮ টি তাজা ককটেলসহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, শহরের উদয়ন মোড়ে একটি আম বাগানে নাশকতার উদ্দেশে কিছু মানুষ গোপন বৈঠক করছে।

এ তথ্য জানার পরেই পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম এর তাৎক্ষনিক নির্দেশে পুলিশ ও ডিবির যৌথ টিম ঐ এলাকায় অভিযান চালায়।

অভিযানে ৮ টি তাজা ককটেলসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হল, মিস্ত্রীপারা বালুবাগানের মৃত আলহাজ্ব নিয়াজ উদ্দীন এর ছেলে মো.খালেক (৪২) ও খালঘাট উসকাটি মহল্লার মো. তবজুলের ছেলে মো. শহীদ (৪০)।

আসামীদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আজ বুধবার প্রেস বিফিং এর মাধ্যমে জানান হবে বলে জানান ওসি আতিকুল ইসলাম।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 28
    Shares