Home / লিড নিউজ / চাঁপাইনবাবগঞ্জ আ’লীগ কার্যালয়ে ২৩ ককটেল

চাঁপাইনবাবগঞ্জ আ’লীগ কার্যালয়ে ২৩ ককটেল

ক্রাইম প্রতিদিন, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় থেকে ২৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার রানীহাটি ইউনিয়নের বহরম মোড়ে অবস্থিত ১, ২ ও ৩ নং ওয়ার্ড কার্যালয় থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী জানান, গোপন খবরের ভিত্তিতে বিকাল সাড়ে ৫টার দিকে রানীহাটি ইউনিয়নের বহরম মোড়ে অবস্থিত ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয়ের ভেতরে পাঁচটি ব্যাগে রাখা লাল ও কালো স্কচটেপ মোড়ানো ২৩টি ককটেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও আটকে পুলিশ কাজ শুরু করেছে উল্লেখ করে ওই কর্মকর্তা জানান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 4
    Shares