Breaking News

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, আটক ৮

ক্রাইম প্রতিদিন, জুয়েল আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের জগন্নাথপুরে হলদিপুর-চিলাউরা ইউনিয়নে দাস নোয়াগাঁও গ্রামে দুই পক্ষের সংর্ঘষের ঘটনায় উভয় পক্ষের আটক ৮জনকে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।আটকৃতরা হলেন, উপজেলার হলদিপুর-চিলাউরা ইউনিয়নে দাস নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল বাতিনের ছেলে টুনু মিয়া (৪৭),মৃত ফোরকান উল্লাহ ছেলে কনাই মিয়া (৪০),মোক্তার আলীর ছেলে মোজাম্মেল হক (৩০,মাসুক মিয়ার ছেলে সাহেল মিয়া (১৮),মৃত মোবারক উল্লাহ ছেলে আরশ আলী (৫০),জমশেদ মিয়া ছেলে আব্দুল মিয়া (৩৫),আলকাছ মিয়ার ছেলে আলী হোসেন (৩৫) ও নুর মিয়ার ছেলে আজাদ আহমদ (২৪)।

উল্লেখ্য ৯ এপ্রিল সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাস নোয়াগাঁও গ্রামের আব্দুল হকে ছেলে শরিফ মিয়া দোকানে বিস্কুট ক্রয় করতে গেলে মজনু মিয়া ও টুনু মিয়ার লোকজনের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫জন আহত হয়। আহতদের মধ্যে ৬জন সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় আটককৃত আসামীদের আজ মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে সোর্পদ করা হয়েছে।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন