Home / বাংলাদেশ / দুর্ঘটনা-সংঘর্ষ / ঝিনাইদহে বাস উল্টে নিহত ১,আহত ২৫

ঝিনাইদহে বাস উল্টে নিহত ১,আহত ২৫

ক্রাইম প্রতিদিন, আজাদ বিশ্বাস, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১ জন নিহত ও ২২ জন আহত হয়েছে।
নিহত রেজাউল ইসলাম (৬০) মহেশপুর উপজেলার নলপাতুয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে কালীগঞ্জ-কোটচাদপুর সড়কের নওদাগা কাশিপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
কোটচাদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, ঢাকা মেট্রো-জ ০৪-০৭৫৯ নম্বরের দ্রুতগামীর একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দিয়ে উল্টে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কোটচাদপুর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রেজাউল ইসলামকে মৃত ঘোষনা করেন। আহত ২৫ জনকে কোটচাদপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 30
    Shares
x

Check Also

কোটচাঁদপুরে বিএনপি নেতার আ.লীগে যোগদান

ক্রাইম প্রতিদিন, এস.এম রায়হান উদ্দীন, কোটচাঁদপুর (ঝিনাইদহ) ...