Home / বাংলাদেশ / সারাদেশ / ঝড়ে ৪শ’ যাত্রী নিয়ে আটকা পড়লো লঞ্চ

ঝড়ে ৪শ’ যাত্রী নিয়ে আটকা পড়লো লঞ্চ

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : ঝড়ের কবলে পড়ে প্রায় চার শতাধিক যাত্রী নিয়ে মেঘনার চরে আটকা পড়েছে ঢাকাগামী চাঁদপুরের লঞ্চ এমভি দেশান্তর। রোববার সকাল দশটায় মুন্সীগঞ্জের গজারিয়া চরে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি। তবে যাত্রীরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ।

ওই লঞ্চের মালিক প্রতিনিধি মিল্টন জানান, ঢাকা থেকে তাদের আরেকটি লঞ্চ এমভি সোনারতরি দুর্ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করছেন।

লঞ্চে থাকা যাত্রী মিজানুর রহমান জানান, সকাল ৭টা ২০ মিনিটে চাঁদপুর ঘাট থেকে দেশান্তর লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে নয়টায় প্রচণ্ড ঝড় শুরু হলে চালক মুন্সীগঞ্জের কাছাকাছি চরে লঞ্চ থামিয়ে অবস্থান করেন। প্রায় আধা ঘণ্টার প্রবল ঝড় বৃষ্টি থেমে যাবার পর দেখা যায় লঞ্চটি ওই স্থানের চরে আটকে আছে। অনেক চেষ্টা করেও চালক সেটি নামাতে পারেনি।

ওই যাত্রী আরও জানান, চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া এমভি ঈগল-৩ লঞ্চটিও একই স্থানে ঝড়ের কবলে পড়েছিল। তবে সেটি চরে আটকায়নি বলে ঢাকার উদ্দেশে চলে যায়।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 48
    Shares
x

Check Also

মাঝ পদ্মায় ২০ যাত্রী নিয়ে স্পিডবোটডুবি, লঞ্চ চলাচল বন্ধ

ক্রাইম প্রতিদিন : বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের ...