April 24, 2019

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮ পালিত

ক্রাইম প্রতিদিন, মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও : “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে নির্বাহী প্রকৌশলী দপ্তর বিক্রয় ও বিতরণ বিভাগ ঠাকুরগাঁও জেলার আয়োজনে একটি র‌্যালী বের হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান ড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাস সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক আখতারুজ্জামানের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা.সাদেক কুরইশী।

সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন সরকার, ঠাকুরগাঁও নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো লিমিটেড (বিউবো) অরুণাংশু চন্দ্র সেন, উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ইনছের আলী, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

এর আগে সকালে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে একটি র‌্যালী বেড় হয়।