Home / লিড নিউজ / নওগাঁয় পুলিশ-র‌্যাব-বিজিবি মোতায়েন : আটক ২৭

নওগাঁয় পুলিশ-র‌্যাব-বিজিবি মোতায়েন : আটক ২৭

ক্রাইম প্রতিদিন, নওগাঁ : নওগাঁ শহরসহ জেলার ১১টি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‌্যাব, ২ প্লাটুন বিজিবি মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকা এবং এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, বুধবার রাত থেকেই নওগাঁর ১১টি উপজেলায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ২৭জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ২৫ জন বিএনপির নেতাকর্মী এবং ২ জন জামায়াত-শিবিরের। অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 9
    Shares