Home / আন্তর্জাতিক / নিখোঁজ নারী মিললো সাপের পেটে!

নিখোঁজ নারী মিললো সাপের পেটে!

ক্রাইম প্রতিদিন : দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার মুনাদ্বীপে শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন এক নারী। সবরকম চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এরপর শতাধিক গ্রামবাসী তাকে খুঁজতে চিরুনি তল্লাশি চালায়। এক পর্যায়ে বাগানে তার স্যান্ডেল খুঁজে পায় গ্রামবাসী। এর একটু দূরে পেট ফুলে থাকা বিশাল এক অজগর সাপ দেখতে পায় তারা। তখনই গ্রামবাসীর সন্দেহ হয়।

এরপর সাপের পেট ফেঁড়ে দেখা যায় ওই নারীকে আস্ত খেয়ে ফেলেছে সাপটি। ৫৪ বছরের ওয়া তিবা নামের ওই নারীকে আস্ত গিলে ফেলা দেখে বিস্মিত হয় গ্রামবাসী।

ওই নারীর স্বজনরা জানান, বাগানে কাজ করতে গিয়েছিলেন তিনি। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এঘটনার পর হামকা নামের এক পুলিশ অফিসার জানান, বাগানের মধ্যে ২৩ ফুট লম্বা এক অজগরকে দেখতে পান স্থানীয়রা। মরার মতো সাপটি শুয়ে থাকায় সন্দেহ হয় তাদের। অনুমানের বশেই সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেয় ওই মহিলার স্বজনেরা। তাদের অনুমান যে অহেতুক নয়, পেট কাটার পরই তা বোঝা যায়। একেবারে অবিকৃত অবস্থায় ওই নারীর দেহ উদ্ধার হয় বলেও জানান তিনি।

ইন্দোনেশিয়া, ফিলিপাইনে প্রায়ই গবাদি পশুসহ বিভিন্ন জীবজন্তু খেয়ে ফেলে বড় বড় অজগর। কিন্তু আস্ত মানুষ গিলে ফেলার ঘটনা বিরল।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 54
    Shares