Home / সারাদেশ / নোয়াখালীতে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১৬

নোয়াখালীতে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১৬

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় ১১০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে মাইজদী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে কামরুল হক বাবু (৩৫) ও সদর উপজেলার রুহুল আমিনের ছেলে দেলোয়ার হোসেন বাবর (২৮)।

নোয়াখালী ডিবি পুলিশের ওসি আবুল খায়ের জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান চালিয়ে ১৪ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২৪৬ পিচ ইয়াবা, ১০ লিটার মদ ও ২০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে। আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 102
    Shares