Home / Uncategorized / নোয়াখালীতে মাদকসহ ১১ব্যবসায়ী আটক

নোয়াখালীতে মাদকসহ ১১ব্যবসায়ী আটক

ক্রাইম প্রতিদিন,সালাহ উদ্দিন সুমন, নোয়াখালী: নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৩২ ইয়াবা, ৩০০গ্রাম গাঁজা, ১০ লিটার হুইস্কি ও ১০ বোতল মদ উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ ১১ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 5
    Shares