Home / সারাদেশ / নোয়াখালীতে মাদকসহ ২৩ ব্যবসায়ীকে আটক

নোয়াখালীতে মাদকসহ ২৩ ব্যবসায়ীকে আটক

ক্রাইম প্রতিদিন,সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৯১ ইয়াবা, ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য’সহ ২৩ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 71
    Shares