April 20, 2019

নোয়াখালীতে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ক্রাইম প্রতিদিন সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী: নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শ্রমিক লীগ শোভাযাত্রা, কেক কাটা ও শ্রমিক সমাবেশের আয়োজন করে।

শুক্রবার বিকালে জেলা আওয়ামী কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কেক কাটা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক লীগের আহ্বায়ক সফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক কামরুল হাছানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব এ বি এম ছিদ্দিক, জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হোসেন,আবুল খায়ের,কাজী সাহাব উদ্দিন,জেলা আওযামীলীগ নেতা সোহেল খাঁন প্রমুখ।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। পরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার সেখানে ফিরে এসে শেষ হয়।