Home / সারাদেশ / নোয়াখালীতে শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস পালিত

নোয়াখালীতে শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস পালিত

ক্রাইম প্রতিদিন,সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী: নোয়াখালীতে র‌্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। সকালে জেলা শহর মাইজদীতে পৌর শ্রমিক লীগ , হোটেল কর্মচারী সংগঠন ও বাসদ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীদের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

এই উপলক্ষে জেলা শহরের হোটেলসহ সকল দোকানপাটের কর্মরত শ্রমিকরা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিভিন্ন পেশার শ্রমিকরা এক বর্ণাঢ্য র‌্যালি বের করে।

জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ালীগ অফিসের সামনে এসে শেষ হয়। পরে আওয়ামলীগ অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নোয়াখালী জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিয়া মো. শাহজাহান,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম সামছুদ্দিন জেহান,শহর আওয়ামীলীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু,জাতীয় শ্রমিক লীগের নোয়াখালী জেলা শাখার সদস্য সচিব এ.বি.এম সিদ্দিক নাসিম,শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. বেলাল,পৌর কর্মচারী সমিতির সভাপতি ওমর ফারুক রিংকুসহ জেলা,উপজেলা,পৌর শ্রমিক লীগের নেতৃবৃন্দ ।

এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগের ও মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও শিল্পকলা একাডেমি মিলনআয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। এদিকে বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক নগরী চৌমহুনীসহ সকল উপজেলায় একই কর্মসূচি পালিত হয়েছে।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 43
    Shares