Home / সারাদেশ / নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ক্রাইম প্রতিদিন,সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী: মাগফেরাতের শেষ দিনে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হলো দোয়া ও ইফতার মাহফিল ।

বুধবার বিকেলে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের অডিটোরিয়ামে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মাহবুব আলম তালুকদার ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার ও ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ইলিয়াছ শরীফ,জেলা পরিষদের নির্বাহী আফিসার ড.মাহে আলাম ।

এ সময় নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সামছুল হাসান মীরন,যুগ্ম সাধারণ সম্পাদক সজল রক্ষিত,যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন,বাসব কান্তি সরকার,কোষাধ্যক্ষ সাজেদুল আলম দীপু,সদস্য আহসান উল্যাহ হুমায়ূন, রফিক উল্যা আক্তার মিলনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 32
    Shares