Home / সারাদেশ / শোক সংবাদ / পাটকেলঘাটা থানার ওসির মৃত্যু

পাটকেলঘাটা থানার ওসির মৃত্যু

ক্রাইম প্রতিদিন, হেলাল উদ্দীন, সাতক্ষীরা : সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি…..রাজেউন)।বুধবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলা বাসস্ট্যান্ড এলাকায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

রিয়াজুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাটফাজিলপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে।পাটকেলঘাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) উজ্জল মৈত্র জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থল পাটকেলঘাটায় ফেরার পথে ফরিদপুর বাসস্ট্যান্ডে বাসে ওঠার সময় স্ট্রোকে আক্রান্ত হন তিনি। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।ওসি রিয়াজুল ইসলাম স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পাটকেলঘাটাসহ সাতক্ষীরা জেলা পুলিশের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।তিনি গত ১৯ এপ্রিল পাটকেলঘাটা থানায় যোগদান করেন।

Print Friendly, PDF & Email
শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 15
    Shares