Home / সারাদেশ / পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদলতের অভিযানে দালালের কারাদণ্ড

পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদলতের অভিযানে দালালের কারাদণ্ড

কে.এইচ.নজরুল ইসলাম,নরসিংদী : নরসিংদী জেলা প্রশাসনের অব্যাহত অভিযানের অংশ হিসেবে বুধবার(৬জুন) সকালে নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভোক্তা অধিকার আইনে এক দালালকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড এবং অপর দালালকে সরকারি কাজে বাধা দানের কারণে তিন দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বুধবার সকালে নরসিংদী শহরের বাসাইলে অবস্থিত আঞ্চলিল পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনার সময় নরসিংদী পৌর শহরের বাসাইল এলাকার নাজমুল হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ও এক মাসের কারাদণ্ড এবং বানিয়াছলের আব্দুল মিয়ার ছেলে নজরুল ইসলামকে রাষ্ট্রীয় কাজে বাধা দানের জন্য তিন দিনের কারাদ- দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় বিভিন্ন অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 49
    Shares