Breaking News

ফরিদগঞ্জে কৃষকলীগের ইউনিয়ন কমিটি গঠন

ক্রাইম প্রতিদিন : ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান ও যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী।

গত ১২ জুলাই বৃহস্পতিবার উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত কৃষকলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার পাটওয়ারী। কমিটির বাকি সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মানিক হোসেন, বিল্লাল হোসেন জমাদ্দার, সদস্য জানে আলম, মাসুদ হোসেন, জয়নাল আবদীন, মোহাম্মদ হাছান, শহীদ উল্যাহ, মফিজুল ইসলাম ও নূরু মিকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সফর আলী সওদাগর, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাহআলম আরিফ, ১৫নং রূপসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারী এবং ১৫নং রূপসা ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ফারুকী প্রমুখ।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন