Home / সারাদেশ / ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ২

ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ২

ক্রাইম প্রতিদিন, ফরিদগঞ্জ : রাত নামলেই আতঙ্ক জুড়ে বসে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ অংশের গৃদকালিন্দিয়া থেকে বর্ডার পর্যন্ত চলাচলকারী যাত্রীদের। ছিনতাইকারী বেশে গত কিছুদিন ধরে সড়কে ডাকাতির ঘটনা ঘটাচ্ছে একদল দুর্বৃত্ত। পুলিশ হন্যে হয়ে এদের সন্ধানে ছদ্মবেশে ঘুরলেও ধরতে পারছিল না। অবশেষে তারা পুলিশের পাতা ফাঁদে পা দিলো। তারা অস্ত্রসহ আটক হলো। আটককৃতরা হলো : লক্ষ্মীপুর জেলার শাকচর গ্রামের শরীফ (২৩) ও শাহেদ (২৪)। পুলিশ এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরি এবং আনুষঙ্গিক জিনিসপত্র উদ্ধার করে।

থানা পুলিশের এসআই মোবারক জানান, মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ থানার টহল পুলিশের একটি দল যাত্রীবেশে সিএনজি স্কুটার যোগে ফরিদগঞ্জ-রায়পুর সড়কে টহল দিচ্ছিল। গভীর রাতে ওই ডাকাত দলের সদস্যরা ফরিদগঞ্জ-রায়পুর সড়কের পক্ষীয়াচর এলাকায় পুলিশের টহল গাড়ি সিএনজি স্কুটারের উপর হামলা চালায়। পুলিশ দ্রুত তাদেরকে অস্ত্রসহ আটক করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম সড়কে ডাকাতির ঘটনার সাথে জড়িত দুই ডাকাতকে আটকের কথা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি সময় অস্ত্রসহ আটক বিষয়ে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 16
    Shares