Home / সারাদেশ / ফরিদগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু!

ফরিদগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু!

ক্রাইম প্রতিদিন, ফরিদগঞ্জ : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাহসিন (২) ও তাহামনি (২) নামে দুই ভাই বোনের করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ রূপসা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের আরশাদ আলী পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তাহসিন ওই বাড়ির তাজুল ইসলামের ছেলে, আর তাহামনি মামুন পাটওয়ারীর মেয়ে। তারা দু,জন সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই বোন বলে জানা গেছে।

নিহত তাহসানের নানা নাজির হোসেন চাঁদপুর টাইমসকে জানায়, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দু’জন খেলাধুলা করতে গিয়ে বাড়িতে থাকা পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদেরকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে।

তারা তাদের উদ্ধার করে তাৎক্ষনিণক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান তাদের দু,জনকেই মৃত ঘোষণা করেন।

পরে পরিবারের লোকজন তাদের লাশ বাড়িতে নিয়ে যায়।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 2
    Shares