Home / লিড নিউজ / বরিশালে কড়া পুলিশ বেষ্টনীতে বিএনপির বিক্ষোভ, যুবদলের মিছিলে বাধা

বরিশালে কড়া পুলিশ বেষ্টনীতে বিএনপির বিক্ষোভ, যুবদলের মিছিলে বাধা

ক্রাইম প্রতিদিন, বরিশাল : দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে বরিশালে কঠোর পুলিশি বেষ্টনীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলের বিভাগীয় সাংগনিক সম্পাদক ও সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাহউদ্দিন ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে দক্ষিণ জেলা যুবদল একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। একই দাবিতে বিকেলে বিক্ষোভ সমাবেশের আওয়াজন করেছে মহানগর বিএনপি।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 38
    Shares