April 20, 2019

বিএনপির মানববন্ধনে মানুষের ঢল

ক্রাইম প্রতিদিন, ঢাকা : দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধন শুরু হয়েছে।
সোমবার বেলা ১১ টায় এই মানববন্ধনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তবে, নির্ধারিত সময়ের আগেই প্রেস ক্লাব এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে।
সোমবার সকাল ৯ টার পর থেকেই ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসতে থাকে। সাড়ে ১০ টার দিকেই জাতীয় প্রেস ক্লাব এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

গতকাল রোববার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে ঢাকা মহানগর পুলিশের কাছে মৌখিক অনুমতি পাওয়া গেছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন হবে।

একই কর্মসূচি ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও মহানগরে অনুষ্ঠিত হবে বলেও জানান রিজভী।

আরও পড়ুন ......