Home / লিড নিউজ / বেনাপোল সীমান্তে শিশুসহ আটক ৩৪

বেনাপোল সীমান্তে শিশুসহ আটক ৩৪

ক্রাইম প্রতিদিন, বেনাপোল : বেনাপোল বন্দর থানার দৌলতপুর সীমান্ত দিয়ে বুধবার দুপুরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ ৩৪ জনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটকদের বাড়ি পিরোজপুর, খুলনা, বরিশাল, বাগেরহাট, নড়াইল,গোপালগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ জন পুরুষ, ১৫ জন নারী ও এক শিশুকে আটক করা হয়।

২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৩৪ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 20
    Shares
x

Check Also

তাহিরপুরে ১৩ঘন্টার অভিযানে ৫০মে.টন চোরাই কয়লা আটক

ক্রাইম প্রতিদিন, ...