Home / লিড নিউজ / মফস্বল বিদ্যালয় আর হলিক্রস এক নয় : কৃষিমন্ত্রী

মফস্বল বিদ্যালয় আর হলিক্রস এক নয় : কৃষিমন্ত্রী

ক্রাইম প্রতিদিন, মোঃ হুমায়ুন কবীর, কেন্দুয়া : নেত্রকোনার কেন্দুয়ার প্রাচীন নওপাড়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে শনিবার (২১ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধূরী বলেন, মফস্বল এলাকার প্রাচীন বিদ্যালয়গুলো আমাদের শিক্ষা-সভ্যতার নন্দীত সোপান। এগুলোর উন্নয়নে অবশ্যই সকলকে কাজ করতে হবে।

শিক্ষার মেধা প্রসঙ্গে বলেন, মফস্বল বিদ্যালয় আর হলিক্রস এক নয়। শিক্ষার্থীদের সমান সুযোগ সুবিধা দিয়ে সমান মেধা চাওয়া উচিত। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাজুল ইসলাম তাজুর সভাপতিত্বে এবং নওপাড়া ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, সংসদ সদস্য ছবি বিশ্বাস, প্রবীণ আওয়ামী নেতা ও সাবেক এমপি এড. এম.জুবেদ আলী, কেন্দুয়া-আটপাড়ার সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী, মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, কেন্দ্রীয় যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, উপজেলা আ’লীগ সভাপতি নূরুল ইসলাম, জেলা আ’লীগ সদস্য আলমগীর হাসান, কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক ভূঞা প্রমূখ।

অনুষ্ঠান উদ্বোধন করেন, প্রবীণ রাজনীতিবীদ তিনবারের সাবেক এমপি এড. এম.জুবেদ আলী। এছাড়া বিদ্যালয়ের তিন প্রবীণ শিক্ষার্থী ও প্রবীণ শিক্ষকদের মাঝে সম্মাননা ক্র্যাষ্ট তুলে দেন অতিথিবৃন্দ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 24
    Shares