Home / লিড নিউজ / মির্জা ফখরুলের মায়ের ইন্তেকাল

মির্জা ফখরুলের মায়ের ইন্তেকাল

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন আর নেই (ইন্নালিল্লাহি … রাজউন)। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, ফাতিমা আমিন ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছু দিন বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন তিনি মারা যান।

মরহুমা ফাতিমা আমিনের জানাজা ও দাফনসংক্রান্ত বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।

ফাতিমা আমিন প্রয়াত মন্ত্রী মির্জা রুহুল আমিনের স্ত্রী। মির্জা রুহুল সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন।

ফাতেমা আমিন তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তার সন্তানদের মধ্যে মির্জা ফখরুল দ্বিতীয় ও ছেলেদের মধ্যে বড়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান তার জামাতা।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 20
    Shares