Home / লিড নিউজ / মুন্সীগঞ্জে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ আহত ৪

মুন্সীগঞ্জে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ আহত ৪

ক্রাইম প্রতিদিন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বর্ণগ্রাম আরএন উচ্চ বিদ্যালয়ের ছাদ ধসে ৩ শিক্ষার্থী এবং এক শিক্ষিকা আহত হয়েছেন।

আহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার, সাবিনা আক্তার এবং মিনারা আক্তার ও শিক্ষিকা দূর্গা রাণীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে খাদিজা আক্তারের মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয়।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির জীর্ণ ভবনে ক্লাস মূল্যায়ন পরিক্ষা চলছিল। এ সময় পুরাতন ওই ভবনের ছাদ ধসে ওই ৩ শিক্ষার্থী এবং ওই শিক্ষিকা আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসা শেষে প্রত্যেকের বাসায় পৌঁছে দেয় স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. বাসেত মজুমদার জানান, পুরাতন জরাজীর্ণ ভবনে ষষ্ঠ শ্রেণির ৭০ শিক্ষার্থী ক্লাস মূল্যায়ন পরীক্ষা দিচ্ছিল।

এ সময় ছাদ ধসে তারা আহত হয়। বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট থাকায় বাধ্য হয়ে জরাজীর্ণ ভবনে ক্লাস নিতে হচ্ছে। ইতিমধ্যে কক্ষ সংস্কারের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 9
    Shares