Home / সারাদেশ / রাজশাহীতে শিক্ষা ব্যাবস্থা সংস্কার দাবিতে মানবনন্ধন

রাজশাহীতে শিক্ষা ব্যাবস্থা সংস্কার দাবিতে মানবনন্ধন

ক্রাইম প্রতিদিন, রাজশাহী : রাজশাহীতে শিক্ষা ব্যবস্থা সংস্কার দাবিতে মানববন্ধন করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে থেকে তিন দফা দাবি জানায় শিক্ষার্থীরা।

তাদের দাবি সমূহ হলো, মেডিকেল ভর্তি পরীক্ষার মতো সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থা একত্রিত হতে হবে, বোর্ড কতৃক অধিক সংখ্যক লেকখের বদলে নির্ধারিত দুই থেকে তিন জন লেখকের বই ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয় ফরম পূরণে চলমান নম্বর পদ্ধতি বাতিল করে গ্রেডিং পদ্ধতি চালু করা।

প্রায় আধা ঘন্টাব্যাপি এ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা বোর্ড অফিসে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীদের দাবি সংবলিত স্মারকলিপি শিক্ষা বোর্ড চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর কাছে তুলে দেয় তারা।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 13
    Shares