Home / জাতীয় / রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ

রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ

ক্রাইম প্রতিদিন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন।

রাষ্ট্রপতি জাতির জনকের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানিয়েছেন।

তিনি দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার ১৪দিন পর টুঙ্গিপাড়া সফর করবেন।

আবদুল হামিদ দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। ২৬ এপ্রিল তার টুঙ্গাপাড়া যাওয়ার কথা ছিল। কিন্তু স্বাস্থ্যগত কারণে এ সফরসূচি স্থগিত করা হয়।
খবর বাসস

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 9
    Shares