Home / সারাদেশ / লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর জন্মদিবস উদযাপন

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর জন্মদিবস উদযাপন

ক্রাইম প্রতিদিন, ফরহাদ হোসেন,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্ম ও জাতীয় শিশু দিবস।

শনিবার সকালে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ভবণ প্রাঙ্গণ গিয়ে শেষ হয়। পরে কালেক্টরেট ভবণ প্রাঙ্গণে জেলা প্রশাসকের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।


সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমূখ।
এছাড়াও যথাযথ মর্যাদায় জেলার সবকয়টি উপজেলায় এ দিবসটি পালন করা হয়।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 1
    Share