Home / আন্তর্জাতিক / সাংবাদিককে দেখে খাবার এগিয়ে দিল উদ্বাস্তু শিশু!

সাংবাদিককে দেখে খাবার এগিয়ে দিল উদ্বাস্তু শিশু!

ক্রাইম প্রতিদিন : উদ্বাস্তুদের খবর শুধুই থেকে যায় সংবাদপত্রের শিরোনামে। তবে কখনও কখনও কিছু খবর সত্যিই নাড়া দিয়ে যায় সকলকে, কিছু ছবি কাঁপিয়ে দেয় হৃদয়। ঠিক যেমন সমুদ্রের পাশে এক ছোট্ট শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে শিউরে উঠেছিল সবাই।

এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই আরেকটি ছবি, যেখানে উদ্বাস্ত শিশুর মুখ বুঝিয়ে দিচ্ছে তার কঠিন পরিস্থিতি।

শিশুটি এক সাংবাদিককে দেখে তার দিকে খাবার এগিয়ে দিচ্ছে৷ যেখানে তারা নিজেরাই ঠিক মত খাবার পায়না৷ সেই ছবিটি গোটা স্যোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 25
    Shares
x

Check Also

বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

ক্রাইম প্রতিদিন ...