Breaking News

সাতক্ষীরায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা

ক্রাইম প্রতিদিন হেলাল উদ্দীন সাতক্ষীরা : ঐতিহাসিক ১৭এপ্রিল মুজিবনগর দিবস-২০১৮ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে আালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলাপরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক ও সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, সহকারী পুলিম সুপার হুমায়ন কবির, জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মির্সেস মোনয়ারা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ প্রমুখ। এসময় সরকারি কর্মকর্তা ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. জাকির হোসেন।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন