Home / সারাদেশ / সাদামনের মানুষ রেল কর্মচারী শাহিনুর

সাদামনের মানুষ রেল কর্মচারী শাহিনুর

ক্রাইম প্রতিদিন, মোঃ আখতার রহমান, রাজশাহী : মোঃ শাহিনুর রহমান (৩৫) পাবনা জেলার রুপপুরে জম্মগ্রহন করেন। তিনি বাংলাদেশ রেলওয়ে, খুলনা বিভাগের একজন কর্মচারী। তিনি ২০০৬ সালে চাকুরীতে যোগদান করেন, বর্তমানে ফিডার গ্রেড-৩ পদে চাকুরী করেন । সংসার জীবনে তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। জীবনে কখনো অর্থের পিছে দৌঁড় দেন নাই। যা বেতন পান তাই নিয়ে নিজেকে সাধারন মনে করে জীবন যাপন করে আসছেন। বর্তমানে তাঁর বড় চেলে অষ্টম শ্রেনীতে, মেয়ে একটা ২য় শ্রেনীতে এবং ছোট মেয়েটার বয়স দুই বছর। ছেলে মেয়েদের কে লেখাপড়া করিয়ে সুশিক্ষায় শিক্ষিত ও মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন এটাই তাঁর জীবনের চাওয়া পাওয়া। সাংসারে তাঁর সহ ধর্মিনী চেলে মেয়ের লেখাপড়ার প্রতি খুবই মনযোগী। শাহিনুর বললেন, যখন চাকুরীর দায়িত্ব পালনে বাড়ির বাহিরে থাকেন তখন তাঁর স্ত্রী ছেলে-মেয়েসহ সংসারের যাবতীয় বিষয়গুলো একান্তমনে দেখভাল করেন।

বলাবাহুল্য একটি বিষয় না বললেই না, হঠাৎ করে ট্রেনযোগে ঈশ্বরদী থেকে ঢাকা চিত্রা ট্রেনে যাবার সময় তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল এবং কিছু সময় কথা হয়েছিল। সত্যিই তাঁর কথাতে মনে হয় তিনি তাঁর দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করনে না। সাদাসিদে কথা বলেন, সঙ্গে মানবভক্তির ইঙ্গিত মিলে। জিজ্ঞেস করলে তিনি বলেন আমি লালনভক্ত একজন মানুষ। লালনের চারিত্রিক বৈশিষ্ট্য আমার পাথেয়। আমি নিজের বাঁশিতে লালনের গান গায়। সবাই আমাকে লালনের বংশীবাদক বলে ডাকে। তাতেই আমার মনে আনন্দ ও সহজ সরল জীবন যাপনে উৎসাহ ও অনুপ্রেরনা জোগায়। আমি চাই নিজেকে জানা, না জানার মধ্যে নিজের জীবন যাপন করতে। তবে নিজের ছেলে-মেয়েদের কে যথাসম্ভব শিক্ষায় শিক্ষিত করবো। তিনি আরও বলেন মানুষের সৎ ইচ্ছা, সৎ উপার্জন ও পরিশ্রমি হলে সহজ সরল জীবন-যাপনে যথেষ্ট আনন্দ ও তৃপ্তি পাওয়া যায়। এভাবে কথা বলতে বলতে তিনি আবেগে ভেঙ্গে পড়েন, সেই সঙ্গে সবার কাছে দোয়া চান যেন সাদা মনের মানুষ হয়ে সারাজীবনটা অতিবাহিত করে ছেলে-মেয়েদেরকে মানুষ করতে পারি।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 15
    Shares