Home / বিনোদন / সালমানের বাড়িতে তারকার ঢল

সালমানের বাড়িতে তারকার ঢল

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : দুদিন দুই রাত কারাবাসের পর শনিবার জামিনে ছাড়া পান বলিউড সুপারস্টার সালমান খান। যোধপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েই শনিবার রাতে মুম্বাইয়ের বাড়িতে ফেরেন তিনি।

সালমান বাড়িতে পৌঁছানোর আগেই ভক্তদের ভিড় জমে তার বাড়ির সামনে। বাড়িতে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন সালমান। বাড়ির বারান্দায় এসে দাঁড়াতেই আনন্দ-চিৎকারে ফেটে পড়েন তার ভক্তরা।

এ সময় সালমানের সঙ্গে আরও ছিলেন সালমানের বাবা, ভাগ্নে আহিল, দুই বোন আলভিরা ও অর্পিতা এবং দেহরক্ষী। হাত নেড়ে ভক্তদের ভালোবাসা গ্রহণ করেন বলিউডের এ টাইগার।

শুধু ভক্তরাই নয়, সালমানের বাড়িতে ছুটে আসেন ক্যাটরিনা কাইফ, ডেইজি শাহ, হুমা কুরেশি, মালাইকা অরোরা, অমৃতা অরোরা, জ্যাকুলিন ফার্নান্দেজ। এ ছাড়া অভিনেতা সাকিব সেলিম, বরুণ ধাওয়ান, ববি দেওলকেও সালমানের বাড়িতে দেখা গেছে।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 42
    Shares