Home / আন্তর্জাতিক / সৌদিতে যেসব খাতে চাকরি পাবেন না প্রবাসীরা

সৌদিতে যেসব খাতে চাকরি পাবেন না প্রবাসীরা

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : সৌদি আরবে প্রবাসীদের ১২ ধরনের কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। শুধুমাত্র সৌদি নাগরিকরাই এই ১২টি কাজ করতে পারবেন।

সোমবার সৌদি শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মূলত সৌদি নাগরিকদের জন্য বেসরকারি খাতে চাকরির ক্ষেত্র বাড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১২টি খাতের মধ্যে রয়েছে- ঘড়ি, চশমা, মেডিকেল যন্ত্রাংশ, ইলেক্ট্রিকাল ও ইলেক্ট্রিনক্স, গাড়ির শো রুম ও ভবন নির্মাণ সামগ্রীর দোকান, কার্পেট ও মোবাইলফোনের দোকানে কোনো প্রবাসীরা কাজ করতে পারবে না। এছাড়াও ফার্নিচার, রেডিমেড পোশাক, শিশুদের পোশাকের দোকান, গৃহসামগ্রী ও প্রেস্ট্রি দোকানের কাজও প্রবাসীরা করতে পারবেন না।

তালিকা ভেদে এ আইন কার্যকর হবে আরবি নতুন বছর ১৪৪০ হিজরী থেকে বা এ বছরের ১ সেপ্টেম্বর থেকে।

দেশটিতে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের আশঙ্কা, সৌদি সরকারের এমন সিদ্ধান্তে বেকার হতে হবে অনেককে। এমনকি দেশেও ফিরে যেতে হতে পারে এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের।

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 24
    Shares