Home / খেলাধুলা / সৌদি ফুটবল দলের বিমানে আগুন! (ভিডিও)

সৌদি ফুটবল দলের বিমানে আগুন! (ভিডিও)

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি সৌদি আরবের। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক রাশিয়ার কাছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হেরে গেছে তারা। সেই ভয়াবহ দুঃস্মৃতি মাথায় নিয়ে তারা রস্তভে যাচ্ছিল উরুগুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার জন্য। তখনই ঘটল আরেকটি ভয়াবহ ঘটনা। মাঝ আকাশেই সৌদি আরবের ফুটবল দলকে বহনকারী বিমানটিতে আগুন ধরে যায়।

আজ মঙ্গলবার রোস্তভ যাওয়ার পথে ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছে সৌদি আরব ফুটবল দল!

বুধবার রোস্তভেই উরুগুয়ের সঙ্গে সৌদির পরের ম্যাচ। আর সেখানে যাওয়ার পথে ঘটে এমন অঘটন। মাঝ আকাশেই আগুন লেগে যায় তাদের বিমানে। তাৎক্ষণিকভাবে তাদের বহন করা বিমানটি অবতরণ করে রোস্তভের বিমানবন্দরে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ নিয়ে সৌদি আরবের ফুটবল ফেডারেশন জানায়, যান্ত্রিক ত্রুটিতেই ঘটেছে এই দুর্ঘটনা। তবে সবাই নিরাপদেই আছে, ‘সৌদি ফুটবল দলের সবাই নিরাপদে অবতরণ করেছে। তারা বর্তমানে নিজেদের টিম হোটেলেই রয়েছে। আগুনের যে ঘটনাটি ঘটেছে তা পুরোটাই ছিল দুর্ঘটনামাত্র।’

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 12
    Shares
x

Check Also

১০৫ বছর বয়সে পায়ে হেঁটে হজ পালন করলেন মহিউদ্দীন!

ক্রাইম প্রতিদিন ...