Home / মিডিয়া / স্বপ্ন পূরণের লক্ষ্যে রংধনু মিডিয়া

স্বপ্ন পূরণের লক্ষ্যে রংধনু মিডিয়া

ক্রাইম প্রতিদিন, তালিম, ঢাকা : রংধুনু মিডিয়া একটি ইউটিউব চ্যানেল। ইউটিউবে পথ চলা খুব বেশিদিন হয়নি। পড়া লেখার পাশাপাশি কিছু তরুন সহযোদ্ধা নিয়ে এস এ নয়ন ২০১৭ সালেে জন্ম দেন ইউটিউব চ্যানেল রংধুনু মিডিয়া।

এ পূর্যন্ত এই চ্যানেলে ৪০ টি কনটেস্ট আপলোড করা হয়েছে। এরই মর্ধ্যে তাদের একটি দেশাত্মবোধক ভিডিও ভাইরাল হয়েছে‘। যার ইউটিউব ভিউ ১৩ লক্ষ্যের বেশি। যেটার নাম ছিল ‘’ফাস্ট লাভ।

এস এ নয়ন বলেন, ছোট বেলা থেকেই আমার স্বপ্ন ছিল একজন ভাল ইউটিউবার হবার। সেই আত্মবিশ্বাসে ২০১৭ সালেে কিছু তরুন সহযোদ্ধা নিয়ে আমি জন্ম দেই ইউটিউব চ্যানেল রংধুনু মিডিয়া।

তিনি আরও বলেন, ফ্যামিলি থেকে প্রথমে সাপোর্ট না দিলেও এখন ঠিকই সাপোর্ট দিচ্ছে।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 43
    Shares