Home / রাজনীতি / হঠাৎ কল্যাণপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

হঠাৎ কল্যাণপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

ক্রাইম প্রতিদিন : আজ শুক্রবার সকাল ৮টায় রাজধানীর কল্যাণপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান।

রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে শ্যামলী গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী।

বিক্ষোভ মিছিলে রিজভী বলেন, আমাদের নেত্রী জেলে। আমরা প্রতিবাদের মধ্যে আছি। যে কেউ যেকোনো সময় যেকোনো স্থানে প্রতিবাদ করতে পারে। এই মিছিল কোনো পূর্বঘোষিত কর্মসূচি নয়।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 28
    Shares