< html lang=”en-us”> < PropellerAds
Breaking News

হিন্দু সম্প্রদায়ের বাড়ী ঘরে অগ্নি সংযোগ ও হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

ক্রাইম প্রতিদিন : সম্প্রতি রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ী ঘরে ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগের প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে নগরের ফিরোজ জাহাঙ্গীর চত্ত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রাখাল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেটের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এড. পীযুষ কান্তি সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. সৌমেন্দ্র কিশোর চৌধুরী, এড. শ্যামল কুমার গাঙ্গুলী, এড. সজীব সরকার (রোকন), রতন পন্ডিত, ভালুকা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মলয় কুমার নন্দী, ফুলবাড়ীয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল রতন দে, মুক্তাগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ বাপ্পী, তারাকান্দা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সুব্রত ভদ্র, গৌরীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দে, দেবাশীষ দেবনাথ পান্না, সুমন ঘোষ প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ২ শতাধিক বিক্ষুব্ধ মানুষ অংশগ্রহন করেন।

শফিউর রহমান সেলিম/ ময়মনসিংহ

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
x

Check Also

দক্ষিণ আফ্রিকায় নিজ দোকানের ফ্রিজে মিলল বাংলাদেশির লাশ

ক্রাইম প্রতিদিন : দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে মহিনউদ্দিন মহিন (৪০) ...